কুষ্টিয়া,কুমারখালী ও খোকসা বিএনপির কার্যালয়ে পুলিশের অভিযান, লিফলেট জব্দ

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০১৯
Spread the love

নিজস্ব প্রতিনিধি : একযোগে কুষ্টিয়া জেলা কার্যালয় কুমারখালী ও খোকসা বিএনপির কার্যালয়ে পুলিশের অভিযান চালিয়েছে। বুধবার দুপুর ৩টায় হঠাৎ করে জেলা বিএনপির কার্যালয়ে পুলিশের একটি দল অভিযান চালায়।

খোকসা থানা পুলিশ থানা বিএনপির কার্যালয়টি ঘিরে ফেলে। এ সময় অফিসটি তালাবদ্ধ ছিল। পরে এক চায়ের দোকানিকে দিয়ে অফিসটি খুলে সেখান থেকে ডেঙ্গু জ্বরের সচেতনতামূলক প্রায় ৫০০ লিফলেট জব্দ করে পুলিশ।

খোকসা পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক নাফেজ আহম্মেদ রাজু সাংবাদিকদের বলেন, হঠাৎ করে পুলিশ কার্যালয়টি ঘিরে ফেলে। এ সময় কার্যালয়টি তালাবদ্ধ ছিল। পুলিশ ডেঙ্গু জ্বর সম্পর্কে সচেতনতামূলক কিছু লিফলেট জব্দ করেছে। এ লিফলেটগুলো কেন্দ্র থেকে পাঠানো হয়েছিল।

এদিকে এ ঘটনায় জেলা বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন। নেতৃদ্বয় বলেন, অতিতের সব রেকর্ড ভঙ্গ করে ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে। হাসপাতাল গুলোতে এখন ডেঙ্গু আক্রান্ত রোগীতে পরিপূর্ণ। এ অবস্থায় কেন্দ্রিয় বিএনপির পক্ষ থেকে প্রতিটি জেলায় ডেঙ্গু জ্বরের সচেনতামূলক লিফলেট পাঠানো হয়। কিন্তু কুষ্টিয়ার পুলিশ সম্পূর্ন অন্যায় ও ন্যাক্কারজনকভাবে কুষ্টিয়া জেলা কার্যালয় কুমারখালী ও খোকসা বিএনপির কার্যালয়ে পুলিশের অভিযান চালিয়ে সচেতনতামূলক এসব লিফলেট নিয়ে যায়। বাংলাদেশের কোথাও এমন ঘটনা না ঘটলেও কুষ্টিয়ার পুলিশ এই ন্যাক্কারজনক ঘটনা ঘটায়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।