কুমারখালীতে ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ীর জরিমানা

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, জুন ১৯, ২০১৯
Spread the love

নিজস্ব সংবাদদাতা: কুষ্টিয়ার কুমারখালীতে এসএম আলী নামের এক চাউল ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার হলবাজারে এ অভিযান পরিচালনা করেন কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুর-এ-আলম।

ভ্রাম্যমান আদালত সুত্র জানায়, “পণ্যের পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০” নিশ্চিতে উক্ত এলাকায় অভিযান চালিয়ে আইন ভঙ্গের দায়ে এসএম আলী নামের এক চাউল ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

কুষ্টিয়ার মুখ্য পাট পরিদর্শক সোহরাব উদ্দিন বিশ্বাস জানান, উপস্থিত সকলকে উক্ত আইনটি মেনে চলার জন্য আহব্বান জানানো হয়। সেই সাথে এ অভিযান জেলা ব্যাপি অব্যহত থাকবে।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।