কুমারখালীতে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত ২
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


কুমারখালী সংবাদদাতা: কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার সাঁওতা গ্রামে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় মিজানুর রহমান (৪২) ও ফিরোজ হোসেন (৩৮) দুইজন আহত হয়েছে। বর্তমানে আহত ব্যাক্তিরা কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে ৯ জনকে আসামী করে কুমারখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
জানা যায়,পূর্বশত্রুতার জের ধরে উপজেলার সাঁওতা গ্রামের আব্দর রহমান শাহের ছেলে মোঃ খোকন হোসেন (৩৪),মোঃ লিটন হোসেন (৩০),আব্দুর জব্বার শাহের ছেলে মহাসিন হোসেন (৩৫),মহব্বত হোসেন (৪০),শফি হোসেন (৩০),নজরুল ইসলাম (৫০),ভিকে শাহের ছেলে রবিন হোসেন (২৮),বাবু হোসেন (৩৬) ও নজরুল শাহের ছেলে আলামিন হোসেন (২৫) সকাল আনুমানিক ৭ টার সময় একত্রিত হয়ে বাদীর বাড়িতে অনাধীকার প্রবেশ করিয়া দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তাদের হামলায় বাদীর স্বামী মোঃ মিজানুর রহমান (৪২) ও দেবর মোঃ ফিরোজ হোসেন (৩৮) মারাত্বক জখম হয়। তাদের আত্মচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে আসামীরা পালিয়ে যায়।