কুমারখালীতে পাখি ভ্যান কেড়ে নিল শিশুর প্রান
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


কুমারখালী প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালিতে পাখি ভ্যানের চাপায় রিয়া( ৭ ) নামের এক শিশুর করুন মৃত্যু হয়েছে । উপজেলার পৌরসভার এলঙ্গী পাড়া গ্রামের এলঙ্গী আচার্য প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী রিয়াজের মেয়ে, রিয়া পাখি ভ্যানের চাপায় নিহত হয়।
জানা যায়, রবিবার সকাল ১০ টার দিকে শিশু কন্যা রিয়া উপজেলার পৌরসভার এলঙ্গী আচার্য প্রাথমিক বিদ্যালয় যাওয়ার সময় আব্দুল গফুর নামক ভ্যান চালক তার পাখি ভ্যান নিয়ে যাবার পথে এলঙ্গী পাড়া ক্লিক মোড় নামক এলাকায় রিয়াকে চাপা দেয়। রিয়া ভ্যানে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরবর্তীতে তাকে স্থানীয়রা উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা দেয় ।বর্ত মানে ভ্যান চালক গফুর পলাতক রয়েছে । ফুলের মতো নিষ্পাপ শিশুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।