কুমারখালীতে কচ্ছপ উদ্ধার

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, জুন ২২, ২০১৯
Spread the love

নিজস্ব সংবাদদাতা: কুষ্টিয়ার কুমারখালীতে একটি কচ্ছপ উদ্ধার করে‌ছে পু‌লিশ। শনিবার সকালে কুমারখালী বাজারে বিক্রয় করার সময় ওই কচ্ছপ‌টি উদ্ধার ক‌রা হয়।

কুমারখালী থানার (ও‌সি) এ,কে এম মিজানুর রহমান সাংবাদিকদের জানান,শনিবার সকালে কয়েকজন পুলিশ সদস্য কেনাকাটা করতে বাজারে যায়। এ সময় পুলিশ দেখে কচ্ছপ ফেলে পাালয়ে যায় কচ্ছপ বিক্রেতারা। পরে পুলিশ বস্তাটি উদ্ধার করে দেখে বস্তার মধ্যে একটি কচ্ছপ। তিনি জানান, কচ্ছপটি হাটে বিক্রয়ের জন্যই নিয়ে আসা হয়েছিল প্রাথমিকভাবে বিষয়টি ধারণা করা হচ্ছে।

কচ্ছপটি এখন থানার চৌবাচ্চাতে সংরক্ষণ করা হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার মাধ্যমে কচ্ছপটি চিড়িয়াখানায় পাঠা‌নোর ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।