কিশোর-তরুনদের পদভারে কুষ্টিয়ার ক্রীড়াঙ্গন আবার জেগে উঠছে -ডিসি মোঃ আসলাম হোসেন

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৯
Spread the love

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা গোল্ডকাপ অনুর্ধ্ব ১৭ বালক-বালিকা

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা গোল্ডকাপ অনুর্ধ্ব ১৭ বালক-বালিকা বিভাগের খেলা গতকাল কুষ্টিয়া স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন। এ সময় তিনি বলেন, কুষ্টিয়ার অতীত ইতিহাস ক্রীড়া আর সংস্কৃতির গৌরবে ভরপুর। ধীরে ধীরে এই জেলার হৃত গৌরব ফিরে আসছে। তিনি আরও বলেন, শুধু শহরে নয় গ্রামের প্রতিটি খেলার মাঠ আবার জেগে উঠেছে। ক্রীড়া নৈপূন্যের দিক থেকে শহরের চেয়ে গ্রামের ছেলেরা পিছিয়ে নেই। বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা গোল্ডকাপ শহর এবং গ্রামের বৈষম্য দূর করেছে।

অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আজাদ জাহানের সভাপতিত্বে স্বাগত বক্তা ছিলেন জেলা ক্রীড়া অফিসার তানভীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আজাদুর রহমান, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের হোসেন চৌধুরী, ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান হাজী আখতারুজ্জামান মিঠু, উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ, মিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রকিবুল হাসান, সদর উপজেলা এসিল্যান্ড মুছাব্বিরুল ইসলাম, এনডিসি এবিএম আরিফুল ইসলাম, জেলা জাসদের সভাপতি হাজী গোলাম মহসিন, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সভাপতি আলহাজ¦ রাশেদুল ইসলাম বিপ্লবসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাগণ। সভা পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ। উদ্বোধনী খেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ বালক অনুর্ধ্ব ১৭ বিভাগে কুমারখালী উপজেলা ১-০ গোলে কুষ্টিয়া পৌরসভাকে পরাজিত করে, মিরপুর উপজেলা ২-০ গোলে ভেড়ামারা উপজেলাকে পরাজিত করে।

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা গোল্ডকাপ অনুর্ধ্ব ১৭ বালিকা বিভাগে ভেড়ামারা উপজেলা ২-১ গোলে মিরপুর উপজেলাকে পরাজিত করে, খোকসা উপজেলা ১-০ গোলে কুষ্টিয়া সদর উপজেলাকে পরাজিত করে। উৎসবমূখর পরিবেশে দিনব্যাপী খেলা অনুষ্ঠিত হয়।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।