কম্পিউটার ইঞ্জিনিয়ার শোভা নাজনীনের ঘাতক স্বামী সোহেলের ফাসির দাবীতে গাংনীতে মানববন্ধন
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা জাতীয় পার্টি (জেপি) সভাপতি আব্দুল হালিমের জৈষ্ঠ মেয়ে শোভা নাজনীনকে হত্যাকারী ঘাতক স্বামী রবিউল ইসলামের ফাঁসির দাবীতে গাংনীতে প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন করেছে গাংনীর সর্বস্তরের মানুষ। রোববার দুপুরের দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী বাসস্ট্যান্ডে এ মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক। মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমীন, জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম, গাংনী পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, গাংনী সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু, গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আফজাল হোসেন, গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন, গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক শফি কামাল পলাশ প্রমূখ। মানববন্ধনে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, ব্যবসায়ীসহ সর্বস্তরের জনতা অংশ নেন।
উল্লেখ্য, মাত্র দুই মাস পুর্বে মাগুরা সরকারী পলিটেকনিকের কম্পিউটার সাইন্সের ছাত্রী শোভা নাজনীনের সাথে মাগুরা সদর উপজেলার সেহড়াডাঙ্গা গ্রামের সোহরাব হোসেনের ছেলে রবিউল ইসলাম ওরফে সোহেলের বিয়ে হয়। বিয়ের পর নানা অযুহাতে অমানুষিক নির্যাতন শুরু করে স্বামী রবিউল। এরই ধারাবাহীকতায় ১০ সেপ্টেম্বর ২০১৯ দিবাগত রাতে গাজিপুরের একটি ভাড়া বাসাতে নাজনিনকে নির্মমভাবে হত্যা করা হয় বলে অভিযোগ করেন নাজনিনের পরিবার। হত্যাকান্ডের খবর পেয়ে পুলিশ রবিউল গ্রেফর্তা করে।