ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু : শিশুসহ আহত ৪

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ১০:৩৪ পূর্বাহ্ণ, জুন ৭, ২০১৯
Spread the love

ঈশ্বরদী সংবাদ দাতা: শুক্রবার দুপুর ১টায় দাশুড়িয়া -পাকশী বিশ্ব রোডের জয়নগরের তামান্না ফিলিং স্টেশনের নিকট এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারিয়া(২২)নামের এক গৃহবধূ নিহত এবং ওয়াহেদ (২৮) আহাদ(৬ মাস) সাকিল(২০) সোহেল (২২) আহত হয়েছে। আহতদের মধ্যে ওয়াহেদের অবস্থা আশংকা জনক।

জানাগেছে, শুক্রবার দুপুর ১টার দিকে সময়ে মিরকামারী মুন্নার মোড়ের ওযাহেদ মটর সাইকেল যোগে স্ত্রী মারিয়া ও শিশু সন্তান আহাদ কে নিয়ে ছিলিমপুর শশুর বাড়ি যাবার পথে বাইকের তেল নেয়ার জন্য রোড পার হচ্ছিল। এসময় অন্যদুটি মটরসাইকেল এসে স্বজোরে ধাক্কা দিলে ওয়াহেদরা ৩ জনই পড়ে যায়।এসময় দাশুড়িয়া থেকে পাকশী গামী মাইক্রো বাস এসে চাপা দিলে মারিয়া ঘটনাস্থলেই নিহত হয়। অন্যরা আহত হয়। আহতদের ঈশ্বরদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে ওয়াহেদ ছাড়া অন্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়।এব্যাপারে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।