ঈদ বিনোদনে ঐতিহাসিক মুজিবনগরে হাজারো মানুষের ঢল

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০১৯
Spread the love

মেহেরপুর প্রতিনিধি : ঈদুল আযহার ছুটির ফাঁকে বৃষ্টি-বাদল উপেক্ষা করে পরিবার পরিজন নিয়ে বিনোদনের জন্য দর্শনার্থীরা ঐতিহাসিক মুজিবনগরে আসায় সেখানে হাজার হাজার মানুষের ঢল নেমেছে। ঈদোত্তর বিনোদনের জন্য মেহেরপুর জেলাসহ পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহসহ বিভিন্ন জেলা থেকে নারী-পুরুষ ও শিশু-কিশোরদের ভিড় জমছে মুজিবনগরে কমপ্লেক্সে। এজন্য সংযোগ সড়কগুলোতে মানুষ ও পরিবহনের ভিড়ে দীর্ঘ যানজটেরও সৃষ্টি হচ্ছে। তবে পুলিশি নজরদারী থাকায় সড়ক দূর্ঘটনা কমেছে।


স্বাধীনতার সুতিকাগার মেহেরপুরের মুজিবনগর কমপ্লেক্সে মুক্তিযুদ্ধের সেক্টর ভিত্তিক বাংলাদেশের মানচিত্র, স্মৃতিসৌধ, আম্রকানন, মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন মুরালসহ বিভিন্ন স্থাপনা ঘুরেঘুরে দেখছে দর্শনার্থীরা।


আব্দুল আজিজুল নামের এক দর্শনার্থী জানান, মুজিবনগরে দেশের প্রথম মন্ত্রীসভা গঠন ও শপথের স্থান এবং মুক্তিযুদ্ধের সেক্টর ভিত্তিক মানচিত্র দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েছি।


পুলিশ সুপার এসএম মুরাদ আলী বলেন, মেহেরপুর-মুজিবনগর সড়কের গুরুত্বপূর্ণস্থানে পুলিশি নজরদারী থাকায় উৎশৃঙ্খল চালকরা বেপরোয়া গাড়ি চালাতে না পারায় সড়ক দূর্ঘটনা অনেকাংশ কমে গেছে। যে কারণে এবারের ঈদে মুজিবনগর দর্শনার্থীদের কাছে আনন্দদায়ক হয়ে উঠেছে।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।