আড়িয়া ইউপি চেয়ারম্যান সাঈদ আনছারী বিপ্লবের পিতা হাজী আবুল কাশেমের ইন্তেকাল: দাফন সম্পন্ন

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০১৯
Spread the love

এনামুল হক রাসেল : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আনছারী বিপ্লব ও কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ- সভাপতি তাসফিন আব্দুল্লাহ র পিতা চকঘোগা গ্রামের বাসিন্দা সমাজ সেবক হাজী আবুল কাশেম আর নেই ।

তিনি মঙ্গলবার রাত দুই টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি স্ত্রী, পুত্র, কন্যসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সমাজ সেবক হাজী আবুল কাশেম এর মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।

মঙ্গলবার বিকাল ৪ টার দিকে নিজ এলাকা চকঘোগা ঈদগাহ ময়দানে জানাযা সম্পন্ন হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার যানাজা নামাজে দৌলতপুরের সাবেক এমপি আফাজ উদ্দীন আহাম্মেদ, সাবেক এমপি আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা, মিরপুর উপজেলা চেয়ারম্যান কমারুল আরেফিন, দৌলতপুর উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক এ্যাডঃ শরিফ উদ্দিন রিমন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ এজাজ আহমেদ মামুন,পরিবারের পক্ষ থেকে তার ছেলে আড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সাঈদ আনছারী বিপ্লব তার পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

জানাজায় সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন, সদরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক, দৌলতপুর সদর ইউপি চেয়ারম্যান মহিবুল ইসলাম, খলিসাকুন্ডি ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, গাংনী উপজেলার মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহাম্মেদ, কাজীপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের লেকচারাল ডাঃ মুসাদ্দেক রেজা রিপনসহএলাকার সর্বস্তরের মানুষ জানাজায় অংশ গ্রহন করে।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।