আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়ায় ৩৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত: উপজেলা চেয়ারম্যান ও ইউএনও এর ঘটনাস্থল পরিদর্শন
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গুর ভয়াবহতা। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগী এবং নতুন এলাকার সংখ্যা । এই উপজেলার সবচেয়ে বেশী ডেঙ্গু রোগীর সংখ্যা উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়ার দায়ের পাড়া গ্রামে সেখানে প্রায় ৩৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত । এর মধ্যে ১৩ রোগী চিকিৎসা চিকিৎসা নিয়েছে। এছাড়াও কুষ্টিয়া সদর হাসপাতালসহ দৌলতপুর ও মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ২৫ জন রোগী। বাকিরা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মুলক কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার ছবি : সোহাগ আহমেদ
এদিকে আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়ার দায়ের পাড়া এই গ্রামে ডেঙ্গু রোগীর এ অবস্থা শুনে সোমবার বিকালে দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, এসিল্যান্ড মোঃ আজগর আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পঃ পঃ কর্মকর্তা ডা: অরবিন্দু পাল, আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আনছারী বিপ্লবসহ অন্যন্যরা আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়ার দায়ের পাড়া গ্রামে সরেজমিনে এসে পরিদর্শন করেন এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মুলক কথা বলেন শেষে কয়েকজন ডেঙ্গু আক্রান্ত রোগীর মাঝে ঔষধ বিতরন করেন ।
এ সময় উপস্থিত বক্তারা বলেন ডেঙ্গু থেকে রক্ষায় সচেতনতার বিকল্প নাই। তাই নিজ বাড়ির আঙ্গিনার আবর্জনা পরিস্কার রাখাসহ সকলের মাঝে সচেতনতা দৃষ্টি করতে হবে। সে সাথে ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে চলতে হবে। আশপাশের পরিবেশ পরিচ্ছন্নতার বিষয়ে সকলকে আরো সচেতন হওয়ার আহবান জানান বক্তারা ।
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মুলক কথা বলেন আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আনছারী বিপ্লব ছবি : সোহাগ আহমেদ
এর আগে গত কয়েকদিন ধরে আড়িয়া ইউনিয়নে বসত ভিটা পরির্দশন এলাকাবাসী কে পরিষ্কার থাকার পরামর্শ দিয়ে আসছেন এবং ডেঙ্গু রোগীদের খোজখবর নিচ্ছেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান সাঈদ আনছারী বিপ্লব । ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিস্কার-পরিচ্ছন্নতা অব্যহত রেখেছেন । চেয়ারম্যান সাঈদ আনছারী বিপ্লব ইউনিয়নের ওয়ার্ডসহ কয়েকটি এলাকায় সাধারন মানুষের সাথে ডেঙ্গু প্রতিরোধ নিয়ে সচেতনতামুলক আলোচনা করছেন ।
- আজ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
- দৌলতপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ
- কুষ্টিয়ায় ম্যানেজিং কমিটির নির্বাচনকে সামনে রেখে প্রধান শিক্ষককে হত্যার হুমকি
- কুষ্টিয়ায় গভীর নলকূপের তিনটি ট্রান্সমিটার চুরি
- কুষ্টিয়ায় ভেজাল কসমেটিকস তৈরীর কারখানা আবিষ্কার