আড়িয়া ইউনিয়নের ছাতার পাড়ায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও ঔষধ বিতরণ

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০১৯
Spread the love

নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও মশক নিধনের ঔষধ বিতরন করা হয়েছে । বুধবার ইউনিয়নের ছাতারপাড়া দায়েরপাড়া এলাকায় মশক নিধন ও মশক নিধনের ঔষধ বিতরণ করা হয় ।

গত কয়েকদিন ধরে ডেঙ্গু প্রতিরোধের প্রচার প্রচারনাসহ নানা কার্য ক্রম করছে আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আনছারী বিপ্লব । তিনি নাগরিক সেবার লক্ষ্যে এডিস মশা নিধনে ইউনিয়নের অর্থায়ণে স্প্রে মেশিন দিয়ে মশক নিধনের কার্যক্রম শুরু করেন ।

জেলার দৌলতপুর উপজেলার সবচেয়ে বেশী ডেঙ্গু রোগীর সংখ্যা আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়ার দায়ের পাড়া গ্রামে সেখানে প্রায় ৪০ জন ডেঙ্গু রোগী শনাক্ত । এর মধ্যে ১৩ রোগী চিকিৎসা চিকিৎসা নিয়েছে। এছাড়াও কুষ্টিয়া সদর হাসপাতালসহ দৌলতপুর ও মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ২৭ জন রোগী। বাকিরা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

এ অবস্থা শুনে গত সোমবার বিকালে দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, এসিল্যান্ড মোঃ আজগর আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পঃ পঃ কর্মকর্তা ডা: অরবিন্দু পাল, আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আনছারী বিপ্লবসহ অন্যন্যরা আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়ার দায়ের পাড়া গ্রামে সরেজমিনে এসে পরিদর্শন করেন এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মুলক কথা বলেন শেষে কয়েকজন ডেঙ্গু আক্রান্ত রোগীর মাঝে ঔষধ বিতরন করেন ।

এর আগে আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়ার দায়ের পাড়াসহ আশে পাশের এলাকায় বসত ভিটা পরির্দশন এলাকাবাসী কে পরিষ্কার থাকার পরামর্শ দিয়ে আসছেন এবং ডেঙ্গু আক্রান্ত রোগীদের খোজখবর নিচ্ছেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান সাঈদ আনছারী বিপ্লব ।তিনি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিস্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু আক্রান্ত রোগীদের সার্বক্ষনিক খোঁজ খবর অব্যাহত রেখেছেন ।

দৌলতপুর উপজেলা প্রশাসন ও আড়িয়া ইউপি চেয়ারম্যান সাঈদ আনছারী বিপ্লব ইউনিয়নের ডেঙ্গু আক্রান্ত এলাকার সাধারন মানুষের সাথে ডেঙ্গু প্রতিরোধ নিয়ে সচেতনতামুলক আলোচনা করছেন ।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।