আলোচিত ওসি মোয়াজ্জেম গ্রেফতার

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০১৯
Spread the love

দ্যা বিডি রিপোর্ট ডেস্ক : অবশেষে বহুল আলোচিত ওসি মোয়াজ্জেমকে রবিবার রাজধানীর শাহবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। সাংবাদিকদের খবরটি নিশ্চিত করেছেন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।

তিনি বলেন, রবিবার রাজধানীর শাহবাগ এলাকা থেকে ওসি মোয়াজ্জেমকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৬ জুন) সাড়ে ৩টার দিকে শাহবাগ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বর্তমানে শাহবাগ থানাতেই তাকে রাখা হয়েছে বলে জানা গেছে। এদিকে আগে গত কয়েকদিন ধরেই ওসি মোয়াজ্জেমকে গ্রফতার করতে অভিযান পরিচালনা করে আসছে পুলিশ।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।