আফগানিস্তানকে উড়িয়ে বাংলাদেশের সহজ জয়

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, জুন ২৪, ২০১৯
Spread the love

দ্য বিডি রিপোর্ট ডেস্ক: আফগানদের বিপক্ষে প্রত্যাশিত জয় পেয়েছে বাংলাদেশ। সাকিবময় খেলায় ৬২ রানে হেরেছে আফগানরা।

৪৭ ওভারে সব উইকেটে আফগানদের সংগ্রহ ২০০ রান।

আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলে আবারো ৫ নম্বরে ফিরে এলো বাংলাদেশ। ৬২ রানে ম্যাচ জিতে ৭ ম্যাচে ৩ জয় নিয়ে ৭ পয়েন্টসহ এখন বাংলাদেশের লড়াই সেরা চারে ওঠার!

অজস্র রেকর্ডের ভিড়ে আজকে টুর্নামেন্টের সেরা রান সংগ্রাহকের তালিকায় আবারো শীর্ষে উঠে এলেন সাকিব আল হাসান! ৭ ম্যাচে ৯৫.২০ অ্যাভারেজ এবং ৯৯.১৬ স্ট্রাইক রেটে ৪৭৬ রান করেছেন সাকিব, সর্বোচ্চ ১২৪*! এছাড়াও এবারের বিশ্বকাপের এখন পর্যন্ত আমির খানকে পেছনে ফেলে বেস্ট বোলিং ফিগার সাকিবের। ১০ ওভারে ৫ উইকেট নিতে আমির দিয়েছিলেন ৩০ রান, সাকিব দিয়েছেন ২৯ রান।

স্কোর কার্ড :
বাংলাদেশ ব্যাটিং ইনিংস :

ফলাফল : বাংলাদেশ ৬২ রানে জয়ী।
ম্যাচ সেরা : সাকিব আল হাসান (বাংলাদেশ)।

অভিনন্দন বাংলাদেশ দল! অভিনন্দন সাকিব আল হাসান!

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।