আপনাদের আচরণে সাধারণ মানুষ যেন হয়রানীর শিকার না হয়- ডিসি মোঃ আসলাম হোসেন

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, জুলাই ৭, ২০১৯
Spread the love

জেলার সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ও ইউপি সচিবদের সভা

নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়া সার্কিট হাউজে জেলার সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ও ইউপি সচিবদের এক সভা রবিবার বেলা সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন।

এ সময় তিনি বলেন, বর্তমান সরকার তৃণমুল থেকে সর্বোচ্চ পর্যায়ে সেবা দিয়ে যাচ্ছে। আপনাদের সাথে জনগনের সরাসরি সম্পর্ক। তাদের সমস্যা সমাধানে আপনারাই প্রথম ভুমিকা পালন করে থাকেন। আপনাদের আচার-আচরণে সাধারণ মানুষ যেন প্রীত হয়। কোনভাবেই যেন হয়রানীর শিকার না হয়। সেবার মাধ্যমে গ্রামের সাধারণ মানুষের মন জয় করতে হবে। তিনি আরও বলেন, আপনারা সৌভাগ্যবান যে, সহজ সরল সাধারণ মানুষের সেবার সুযোগ পেয়েছেন।

সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লুৎফন নাহার। এছাড়াও উপস্থিত ছিলেন, এনডিসি এবিএম আরিফুল ইসলাম, এডিএলজি শাহিনুর আক্তার।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।