আজ ফারুক আহমেদ পিনুর স্মরণ সভা

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০১৯
Spread the love

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সহ-সভাপতি প্রয়াত সাংবাদিক নেতা এনটিভির স্টাফ করেসপনডেন্ট ফারুক আহমেদ পিনুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার (৮আগস্ট)।

এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেল ৩টায় কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি স্কয়ারে এ স্মরণ সভার আয়োজন করা হয়েছে।

স্মরণ সভায় উপস্থিত থাকবেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো: আসলাম হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা। এছাড়াও আরো উপস্থিত থাকবেন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাধারন সম্পাদক সোহেল রানা কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সকল সদস্য, ও সকল সাংবাদিক নেতৃবৃন্দ এবং ফারুক আহমেদ পিনুর শুভানুধ্যায়ীদের সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।