অনুমতি না পাওয়াতে কুষ্টিয়াতে মানববন্ধন হয়নি, জেলা বিএনপির নিন্দা

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৯
Spread the love

নিজস্ব প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে বৃহস্পতিবার দেশব্যাপী মানববন্ধন কর্মসুচি পালনে অনুমতি না পাওয়াতে কুষ্টিয়া মানববন্ধন করতে পারিনি জেলা বিএনপির। এর আগে শান্তিপুর্ণ ভাবে মানববন্ধন কর্মসুচি পালনের জন্য নিরাপত্তার প্রয়োজনে প্রশাসনকে জানানো হয়। কিন্তু প্রশাসনের অনুমতি না পাওয়াতে শেষ পর্যন্ত কর্মসুচি পালন হয়নি। এদিকে মানববন্ধনের মত শান্তিপুর্ণ কর্মসুচিতে প্রশাসন এমন আচরনে ক্ষোভ প্রকাশ করেছে জেলা বিএনপির নেতৃবৃন্দ।

অন্যদিকে জেলা বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন। নেতৃদ্বয় বলেন, পূর্ব নির্ধারিত কর্মসূচি নির্দিষ্ট স্থানে করার অনুমতি না দেওয়ায় বাধ্য হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করতে পারিনি। আমরা এর তীব্র নিন্দা জানাই।

নেতৃদ্বয় বলেন ‘গণতন্ত্র নিজস্ব পথে চলছে না। আওয়ামী লীগ সরকার ক্ষমতার উচ্চ বলয় থেকে পতন হওয়ার আশঙ্কায় বিরোধী দলের সভা-সমাবেশ করার সব গণতান্ত্রিক অধিকারকে লোহার খাঁচায় বন্দি করে রেখেছে। গণতন্ত্রকে তারা পুলিশের ইচ্ছাধীন করেছে, গণতন্ত্রের পরিসর তাদের অনুমতি দ্বারা নির্ধারিত হয়। গণবিচ্ছিন্ন সরকার মানববন্ধনের মত কর্মসুচিকেও ভয় পায়। বিএনপিকে মানববন্ধন করতে না দেওয়া সরকারের কুশাসনের পরিণতি। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

পাশাপাশি বেগম খালেদা জিয়াকে হয়রানি মূলক মামলা থেকে অবিলম্বে মুক্তি দিতে সরকারের কাছে আহবান জানাই।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।