অকাল প্রয়াত কমরেড জাহেদুল হক মিলুর ১ম মৃত্যু বার্ষিকী স্মরণে বাসদের সভা

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, জুন ১৪, ২০১৯
Spread the love

নিজস্ব প্রতিনিধি: সড়ক দুর্ঘটনার শিকার হয়ে অকাল প্রয়াত বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রিয় কমিটির সদস্য, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং চারণ সাংস্কৃতিক কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড জাহেদুল হক মিলুর ১ম বার্ষিকী স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৪টায় বাসদ কুষ্টিয়া জেলা কার্যালয় মিলনায়তনে কুষ্টিয়া জেলা বাসদের আহ্বায়ক কমরেড শফিউর রহমান শফির সভাপতিত্বে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের শোষিত মেহনতি শ্রমজীবি অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় প্রয়াত কমরেড জাহেদুল হক মিলুর সংগ্রামী অবদানের কথা স্মরণ করে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

নেতৃবৃন্দ বলেন, একটা মহৎ আদর্শে জীবন-সংগ্রাম পরিচালনার এক অনন্য নজির স্থাপন করে গেছেন কমরেড জাহেদুল হক। স্কুল জীবনেই মানবমুক্তির মন্ত্রে দীক্ষিত হয়ে লড়াই সংগ্রামে সামিল হন। জীবনের শেষ দিন পর্যন্ত একটি বিপ্লবী দলের নেতৃত্বে থেকে দায়িত্ব পালন করে গেছেন।চলার পথে শ্রমিক কৃষকের ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠার আন্দোলন, গণতান্ত্রিক অধিকারের দাবিতে আন্দোলন করতে গিয়ে পুলিশী নির্যাতন, কারাবরণ সহ্য করেছেন। কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই সংগ্রাম থেকে একদিনের জন্যও পিছপা হননি। জাহেদুল হক মিলু মানবমুক্তি যে আদর্শ মার্কসবাদ লেলিনবাদকে পাথেয় করে সংগ্রাম করেছেন সেই সংগ্রামই তাকে আমাদের মাঝে বাঁচিয়ে রেখেছে। আজকে পুঁজিবাদ স¤্রাজ্যবাদ একাট্টা হয়ে শোষণ লুন্ঠনে নেমেছে। মানব জাতির সকল অর্জনকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। এই দানবীয় শক্তিকে পরাস্ত করার মধ্যদিয়ে মানবজাতি শোষনহীন সাম্যসমাজ প্রতিষ্ঠার লড়াইয়ে কমরেড জাহেদুল হক মিলু এক সংগ্রামী প্রেরণার প্রতীক হয়ে থাকবেন।

বাসদ নেতা কমরেড মাসুদ হাসানের সঞ্চালনায় স্মরণসভাতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড রফিকুল ইসলাম, জাসদ নেতা কারশেদ আলম, জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশন নেতা মকসুদ আহমেদ মণি, শ্রমিক নেতা আশরাফুল ইসলাম, ছাত্রনেতা রাশিব রহমান, চারণ সাংস্কৃতিক কেন্দ্র নেতা জামাল উদ্দিন প্রমুখ।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।